January 1, 2026, 2:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭ জন, মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক: আইন ও সালিশ কেন্দ্র রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

গদখালী ফুলের বাজার তিন প্রধান উৎসবের আগে চূড়ান্ত প্রস্তুতিতে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বসন্ত উৎসব (বাংলা নববর্ষ), ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের গদখালী, নাভারণ ও পানিসারা অঞ্চলের ফুলচাষিরা—যা দেশজুড়ে ‘ফুলের রাজধানী’ হিসেবে পরিচিত—চাহিদার বাড়তি চাপ সামলাতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

একই সপ্তাহে পড়া এই গুরুত্বপূর্ণ দিনগুলো বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত, যেখানে ফুল উদযাপনের অপরিহার্য অংশ।

বাংলাদেশ ফুল চাষি সমিতির প্রতিবেদন অনুসারে, যশোরে প্রায় ৭,০০০ ফুলচাষি ৭০০ হেক্টরের বেশি জমিতে ফুল চাষ করেন। গদখালী ও আশপাশের এলাকা দেশটির মোট ফুলের চাহিদার প্রায় ৭০% সরবরাহ করে। এখানে সারা বছর ধরে ফুল চাষ করা হয়।

এলাকাটিতে অন্তত ১৩টি জাতের ফুলের চাষ হয়। জনপ্রিয় ফুলগুলোর মধ্যে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গারবেরা, চন্দ্রমল্লিকা ও গাঁদা।

চাষিরা জানিয়েছেন, চলতি বছর উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ফুলের দাম কিছুটা বেশি।

উৎসব সামনে রেখে ফুল বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং চাষিরা ও বিক্রেতারা আশা করছেন, এই মৌসুমে ফুল বিক্রির পরিমাণ ১০০ কোটি টাকায় পৌঁছাবে।

গোলাপ বরাবরের মতোই সর্বাধিক চাহিদাসম্পন্ন ফুল। কয়েক দিন আগেও দেশীয় গোলাপ প্রতিটি ৫ থেকে ৬.৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল, তবে শনিবার থেকে দাম বেড়ে ৭ থেকে ১০ টাকায় পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় চীনা গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ২৫ টাকা দরে।

চাষিরা অনুমান করছেন, ১১ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসের কারণে দেশীয় লাল গোলাপের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত উঠতে পারে। গত বছর এই ফুলের দাম ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত হয়েছিল।

গদখালী ইউনিয়নের কোঠাপাড়া গ্রামের চাষি গোলাম হোসেন এই বছর ২৫ কাঠা জমিতে গোলাপ ও এক বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করেছেন। তিনি জানিয়েছেন, হলুদ গাঁদা প্রতি হাজার ৪০০ টাকা এবং লালচে-বাদামি গাঁদা প্রতি হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন।

পানিসারা ইউনিয়নের নারংগালি গ্রামের চাষি কিতাব আলী ১.৫ বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন। শনিবার তিনি ৭০০টি গোলাপ বাজারে নিয়ে গিয়ে প্রতিটি ৯ টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, “মাসের শুরুর দিকে গোলাপের দাম বেশ কম ছিল, তবে ৬ ফেব্রুয়ারি থেকে বাড়তে শুরু করেছে।”

গদখালী এলাকার টাওরা গ্রামের আবু বকর আলী ২৫ কাঠা জমিতে চীনা গোলাপ চাষ করেছেন এবং প্রতিটি ২৫ টাকা দরে বিক্রি করছেন।

গদখালীর চাষি পিয়াস আহমেদ গ্ল্যাডিওলাস ফুল চাষ করছেন। তিনি প্রতিটি ৩ থেকে ৪ টাকা দরে বিক্রি করছেন এবং আশা করছেন, ভালোবাসা দিবসের আগে দাম ৮ থেকে ৯ টাকায় উঠবে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কৃষি বিভাগ এই বছর চাষিদের জন্য জৈব কীটনাশক ব্যবহার ও ছায়া দেওয়ার মতো সহায়তা প্রদান করেছে।

এছাড়াও, বিভিন্ন বেসরকারি সংস্থা ফুলের বিকল্প ব্যবহারের উদ্যোগ নিচ্ছে, যেমন সুগন্ধি ও অন্যান্য ফুলভিত্তিক পণ্য তৈরির কাজ।

গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, চাষিরা আসন্ন উৎসবের জন্য প্রস্তুত এবং তিনি আশাবাদী যে ১০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

বাংলাদেশ ফুল চাষি সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের ফুল শিল্প প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। বিগত দুই বছর চাষিরা ফুল বিক্রি করতে হিমশিম খেয়েছেন, তবে এখন তারা ঘুরে দাঁড়াচ্ছেন।

গত বছর বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে প্রায় ৪০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিক্রির পরিমাণ ছিল ২০ কোটি টাকা।

এ বছর অনুকূল আবহাওয়া ও চাষের পরিমাণ বৃদ্ধির কারণে উৎপাদন ভালো হয়েছে। রহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, “চলতি বছর বিক্রি আগের বছরের তুলনায় ছাড়িয়ে যাবে এবং ৮০ কোটি টাকা ছুঁতে পারে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net