December 31, 2025, 5:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ খুলনার বিভাগের ১০ জেলায় ৩৬ আসনে এমপি হতে আগ্রহী ২৪৬ জন, নড়াইল-১ এ সর্বোচ্চ ১৪ জন শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

কুষ্টিয়া কোর্ট স্টেশন/ গণসাক্ষর ও অবস্থান কর্মসূচি, প্ল্যাটফর্ম উন্নয়ন, টিকিট ব্যবস্থার সহজীকরণ ও নিরাপত্তা দাবি

জিয়ারল ইসলাম/
কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে সোমবার (১৬ জুন) বিকেলে প্ল্যাটফর্মে এক গণসাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি প্ল্যাটফর্ম সংস্কার ও উচ্চীকরণ, টিকিট বিক্রয়ের প্রক্রিয়া সহজ করা, পর্যাপ্ত বসার জায়গা ও যাত্রীদের জন্য অপেক্ষমাণ রুম নিশ্চিত করাসহ স্টেশনের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানায়। এছাড়াও, অবৈধ যাত্রীদের প্রতিরোধে কার্যকরী টিকিট চেকপোস্ট স্থাপনের দাবিও উত্থাপন করা হয়।
অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা। তিনি বলেন, কুষ্টিয়ার রেলপথ এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রেলস্টেশন এবং প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা যাত্রীদের জন্য অনিরাপদ ও কষ্টকর হয়ে উঠেছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির জেলা আহবায়ক ইমরান আহমদ, জুলাই যোদ্ধা তায়েফ হাসান, সাইদুর রহমান সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “রেলপথ জনগণের যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম, অথচ এখানে ন্যূনতম নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করা হচ্ছে না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রধান উপদেষ্টা এসব দাবির প্রতি আন্তরিক মনোযোগ দিন।”
কর্মসূচি চলাকালে সাধারণ যাত্রীসহ পথচারীরাও গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন। আপ বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে তারা আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net