September 27, 2025, 9:27 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সম্মানহানিকর মন্তব্যের অভিযোগে ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে প্রেস রিলিজের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
একইসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে (বিটিআরসি) ওই মিথ্যা বক্তব্যসম্বলিত ভিডিও ক্লিপ ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে এ নোটিশ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
নোটিশে উল্লেখ করা হয়, মুফতি আমির হামজা নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন। পাশাপাশি তিনি মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন—আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।
এই বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক শিক্ষার্থী হিসেবে এ ধরনের মনগড়া ও অসত্য মন্তব্যে নিজের অনুভূতিও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান ব্যারিস্টার শিহাব।
নোটিশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এসব বক্তব্য অস্বীকার করেছে। কিন্তু মুফতি আমির হামজা তার বক্তব্য প্রত্যাহার বা প্রতিবাদ জানাননি, ফলে তাঁর মন্তব্য অসত্য ও মানহানিকর প্রমাণিত হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার না পেলে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।