November 13, 2025, 3:41 pm

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল যুগের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় “আমার ব্যাংক” নামে একটি নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘোষণার আলোকে, ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়া হয়।
এই আবেদনপত্রটি জমা দেন ড. মোহা. আব্দুল কাদের-এর নেতৃত্বে এবং সেতু (ঝঊঞট)-এর উদ্যোগে। প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের আর্থিক ও সামাজিক সহযোগিতামূলক উদ্যোগ, যেখানে ১৯টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং ২৫ জন সম্ভাবনাময় বিনিয়োগকারী একত্রিত হয়ে ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে আবেদন করেছেন।
“আমার ব্যাংক”-এর মূল উদ্দেশ্য হলো— দেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে আরও সহজলভ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকেও মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সুবিধার আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
ড. মোহা. আব্দুল কাদের জানান, “আমরা বিশ্বাস করি, প্রযুক্তি ও মানবসম্পদের সমন্বয়ে একটি দক্ষ, নিরাপদ ও জনগণের ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। ‘আমার ব্যাংক’ সেই ভবিষ্যতের দিকেই একটি বড় পদক্ষেপ।”
এ উদ্যোগে অংশগ্রহণকারী এনজিওগুলো সামাজিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ, নারী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে দীর্ঘদিন কাজ করে আসছে। অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ, উদ্যোক্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর “আমার ব্যাংক” আনুষ্ঠানিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকটি প্রাথমিকভাবে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে— যেখানে কাস্টমার অনবোর্ডিং, লেনদেন, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সবকিছুই হবে অনলাইন-ভিত্তিক, কাগজবিহীন ও দ্রুত।
এই পদক্ষেপ বাংলাদেশের আর্থিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ড. মোহা. আব্দুল কাদের আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে “আমার ব্যাংক” হতে পারে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও স্মার্ট ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ পথপ্রদর্শক।