December 31, 2025, 6:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ খুলনার বিভাগের ১০ জেলায় ৩৬ আসনে এমপি হতে আগ্রহী ২৪৬ জন, নড়াইল-১ এ সর্বোচ্চ ১৪ জন শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় আবারও জেলা প্রশাসকের (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার পরিবর্তন হলো জেলার প্রশাসনিক নেতৃত্বে।
গত ৮ নভেম্বর কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে বদলি করে খুলনায় পাঠানো হয়। তার স্থলাভিষিক্ত হন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, যিনি সম্প্রতি নতুন পদায়নে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হয়েছেন। তৌফিকুর রহমান ২০২৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়ায় আসেন। আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ায় ডিসি হন গত মাসের ২৫ আগস্ট।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকার মাঠ প্রশাসনে নতুন করে রদবদল এনে দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে—এর মধ্যে তিনজনকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনজনকে বদলি করা হয়েছে।
এদিকে, মাসের ব্যবধানে একটি জেলায় দুবকার ডিসি পদে পরিবর্তনে বিভিন্ন মহলে ব্যপক কৌতুহল সৃষ্টি হলেও মো. তৌফিকুর রহমান ও আবু হাসনাত মোহাম্মদ আরেফীন-র বদলির ক্ষেত্রে নির্দিষ্ট কারণ হিসেবে কোনো বিস্তারিত কারণ বা উদ্বেগসূচক তথ্য প্রকাশিত হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে যে দেশের একাধিক জেলায় একসাথে জেলা প্রশাসকদের বদলি করা হয়েছে।
এই ধরনের একাধিক জেলা-প্রশাসক বদলিকে সাধারণত বোঝানো হয় প্রশাসনিক পুনরায় বিন্যাস (reshuffle) বা ‘ফিলিংস্ট’ তালিকা অনুযায়ী পরিবর্তন হিসেবে।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন হলো— বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় পাঠানো হয়েছে। এছাড়া, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ হয়েছেন বরগুনার ডিসি, কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম হয়েছেন সিরাজগঞ্জের ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরের ডিসি, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন হয়েছেন বাগেরহাটের ডিসি, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে পদায়ন করা হয়েছে ভোলায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই রদবদলকে সরকারের প্রশাসনিক পুনর্গঠনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net