October 29, 2025, 12:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা/ হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২ নভেম্বর নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের যশোরে তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা সন্ধ্যা নিষেধাজ্ঞা প্রত্যাহার: স্বাভাবিক হয়েছে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্য আন্দোলনের মুখে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত দশ বছরে আটটি গুদাম আগুনের ঘটনা/ বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারীদের উদ্বেগ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে সৎ ভাই হত্যা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে সরকার ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসে ১৫ সেনা কর্মকর্তা হস্তান্তর

আন্দোলন প্রত্যাহার/এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ আন্দোলনের পর বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ এবং আগামী বাজেটে ১৫ শতাংশ দেওয়ার অনুমোদন জানিয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানিয়েছেন, আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আগামীকাল থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার বলেন, “শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। সম্মান, সংলাপ এবং সমঝোতার মাধ্যমে এই অবস্থানে পৌঁছানো গেছে। এখন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার সময়।” তিনি আরও বলেন, এই সমঝোতা হোক নতুন সূচনার প্রতীক, যা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং মানসম্মত শিক্ষার বিস্তার নিশ্চিত করবে।
এর আগে রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও আন্দোলনরত শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং অনশনসহ অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল নিয়মাবলি মেনে চলা হবে এবং ভবিষ্যতে কোনো আর্থিক অনিয়ম ঘটলে দায়ী কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো :
শর্তসমূহ/
ক. উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে;
খ. ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;
গ. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না;
ঘ. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে;
ঙ. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন;
চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।
এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তখন শিক্ষকরা ৫ শতাংশ হারে দেওয়া বাড়ি ভাড়া ভাতার আদেশ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net