হুমায়ুন কবির, খোকসা/
২০২১-২০২২ অর্থবছরে কৃষি বিভাগের খাদ্যশস্য বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।
৫১০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকের মধ্যে ২২০ জন কৃষককে ১০ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহ ২৯০ জন কৃষকের মাঝে ২ কেজি হাইব্রিড ধান ২০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলার বিভিন্ন প্রান্তের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply