July 25, 2025, 7:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কমিশন গঠন কুষ্টিয়ায় চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, অস্ত্রের মুখে জিম্মি পরিবার রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা কুমারখালীতে নদীতে ডুবে বাবা-ছেলের করুণ মৃত্যু মাইলস্টোনে নিহত রজনীর দাফন সম্পন্ন, শোকস্তব্ধ কুষ্টিয়ার দৌলতপুর ‘নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু’, ‘হতাহতের তথ্য গোপন করা হচ্ছে না, সরকারের বিবৃতি আপডেট/ উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত, বার্ন ইনস্টিটিউটে গুরুতর ৩৫ জন, দগ্ধ শতাধিক বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে মুজিব শতবর্ষ ও ১০ হাজার ম্যুরাল নির্মাণে ৪ হাজার কোটি টাকার ব্যয়: হিসাব চেয়েছে দুদক তিস্তা নদীর পানি বৃদ্ধি: ৪৪টি গেট খুলেছে ব্যারাজ, প্লাবনের শঙ্কা ৪ জেলায়

সুনাগরিক সৃষ্টি ও গঠনের দিকে সর্বাগ্রে জোর দেয়ার আহবান জেলা প্রশাসক আসলাম হোসেনের

হুমায়ুন কবির /
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন সুশিক্ষিত নাগরিক ছাড়া একটি উন্নমানের জাতি গঠন সম্ভব নয় তেমনি একটি উন্নতমানের জাতি ছাড়া একটি দেশের কাঙ্খিত উন্নয়ন কখোনই সম্ভব নয়। তাই সর্বাগ্রে জোর দিতে হবে সুনাগরিক সৃষ্টি ও গঠনের দিকে।
তিনি বলেন প্রথমেই নজর দিতে হবে শিশূদের দিকে যারা দেশের ভবিষ্যৎ স্টেকহোল্ডার।
বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া খোকসা উপজেলা হলরুমে উপজেলার ৬১৫ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণকালে জেলা প্রশাসক আসলাম হোসেন এ কথা বলেন।
তিনি বলেন দেশের ক্রান্তিকালে শিক্ষা নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। তিনি শিক্ষকদের আহবান জানান যাতে শিশুরা লেখাপড়া তেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে।
তিনি শিশূদের পিতামাতাদেরকে এখন বাড়িতেই ব্চ্চাাদের পড়াশোনার পরিবেশ তৈরি দিতে আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ সদর উদ্দিন খান ও নির্বাহী ম্যজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
বিশেষ অতিথির বক্তৃতায় সদর উদ্দিন খান বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় উপজেলার অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সহযোগিতা করতে তাদেরকে শিশুখাদ্য ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
তিনি উপজেলার সকল শিক্ষকদের শিক্ষার উন্নয়নে ব্রতী হবার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ৬১৫ জন দুস্থ অসহায় শিশুদের মাঝে প্রতিজনের ৫’শত টাকা, ১ কেজি ডাল,১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও দুই প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net