February 6, 2025, 1:07 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবার বুলডোজার চালানো হলো কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে। হলো গুঁড়িয়ে দেয়া। হানিফ এই বাড়িতে বসেই বিগত ১৬ বছর রাজনীতি করেছেন। কুষ্টিয়া-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাাচিত হয়েছেন। এই বাড়িতেই থাকতেন হানিফের রাজনীতির ডান-বাম হাত খ্যাত তার চাচাতো ভাই আতাউর রহমান আতা। বর্তমানে দুজনেই পলাতক।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে অভ্যুত্থানে বিজয়ী ছাত্র-জনতা অবস্থান নিয়ে প্রথমে ভাঙচুর করে। পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের শহরের কদমতলার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তবে সদর খানের বাড়িতে সাধারণ মানুষ বসবাস করায় সেখানে ভাংচুর করা হয়নি।
এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল।
Leave a Reply