September 27, 2025, 12:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন ভারত চাল রফতানিতে নতুন নিয়ম জারি করেছে, বাংলাদেশের আমদানিতে প্রভাব কুষ্টিয়ায় হত্যাকাণ্ড/ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা কুষ্টিয়ার দৈৗলতপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩ নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ নিয়ে নাগরিকদের আহ্বান দুর্গাপূজা/ ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠলো পররাষ্ট্র মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় ধর্ষণের অপরাধে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

জাতিসংঘের প্রতিবেদনের মূল্য দেয় না কেউ, ভেসে যাচ্ছে কোটি কোটি টাকা : খোদ জাতিসংঘ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতিসংঘ প্রতিবছর লাখ লাখ ডলার খরচ করে হাজারো বৈঠক করে, তৈরি করে হাজার হাজার প্রতিবেদন। কিন্তু বাস্তবে এসব প্রতিবেদনের বড় একটি অংশই কেউ পড়ে না।
এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ‘ইউএন ৮০’ সংস্কার উদ্যোগের আওতায় সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ পর্যালোচনায়।
গবেষণায় দেখা গেছে, জাতিসংঘের ২৪০টি সংস্থা বছরে গড়ে ২৭ হাজার বৈঠক করে এবং সচিবালয় থেকে প্রতিবছর প্রকাশিত হয় প্রায় ১,১০০টি প্রতিবেদন। অথচ এসব রিপোর্টের মাত্র ৫ শতাংশ ৫,৫০০ বারের বেশি ডাউনলোড হয়েছে। ২০ শতাংশ প্রতিবেদন তো ১,০০০ বারের কম ডাউনলোড হয়েছে।
এমনকি যেটুকু ডাউনলোড হয়, তাও আদৌ কেউ পড়ে কি না, তা নিয়েও সন্দিহান গুতেরেস নিজেই।
বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের আগ্রহের অভাব, সদস্য রাষ্ট্র ও অংশীজনদের উদাসীনতা, এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিকতা—এসব মিলে জাতিসংঘের কর্মক্ষমতা ও বাজেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
জাতিসংঘ চলতি বছর ৮০ বছরে পড়ল, তবে গত সাত বছর ধরেই অর্থসংকটে ভুগছে। সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই নিয়মিতভাবে চাঁদা পরিশোধ করছে না। এই সংকট মোকাবেলায় গুতেরেস গত মার্চে ‘ইউএন ৮০ টাস্কফোর্স’ গঠন করেন, যার মূল লক্ষ্য—ব্যয় সংকোচন, কাঠামোগত সংস্কার এবং প্রভাববান কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়া।
এই উদ্যোগের অংশ হিসেবে গুতেরেস এখন কম কিন্তু কার্যকর বৈঠক এবং ম্যান্ডেট-ভিত্তিক অর্থবোধক প্রতিবেদন তৈরির পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, অর্থ ও শ্রম অপচয় রোধ করে জাতিসংঘের প্রভাব ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net