November 13, 2025, 6:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি দুর্নীতির মামলা সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়লো আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে

ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অংগ সংগঠন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৬৫৮ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে: স্বতন্ত্র জোটের উমামা ফাতেমা: ২,৫৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন: ২,৩৮৫ ভোট
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের: ৬৬৮ ভোট
প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি: ১১ ভোট
ভোটের ফল ঘোষণার পর আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেন। অন্যদিকে আব্দুল কাদের কারচুপির অভিযোগ তুলে নির্বাচনকে অস্বচ্ছ বলে দাবি করেছেন।
বিজয়ী সাদিক কায়েম ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনের দিন তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন এবং প্রশাসনকে প্রতিদ্বন্দ্বীকে “অনৈতিক সুবিধা” দেওয়ার অভিযোগ করেন।
জিএস পদে ফরহাদের জয়/
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। তিনি পেয়েছেন মোট ১০,৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে: বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার: ৪,৬৪৫ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার: ৮৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান: ৭৭ ভোট
জগন্নাথ হলে ফরহাদ মাত্র ৫টি ভোট পেলেও বাকি সব হলে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
ভোটগ্রহণ ও গণনার চিত্র/
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের ভোটগ্রহণ চলে। এবার ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শুরু হয় এবং বুধবার সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১,০৩৫ জন। সব মিলিয়ে এবার শিক্ষার্থীদের মোট ৪১টি ভোট দিতে হয়েছে।
ডাকসুর সর্বশেষ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ নির্বাচিত হওয়ায় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ধরনের সাফল্য অর্জন করেছে। তবে পরাজিত প্রার্থীদের অভিযোগ ও ফলাফল প্রত্যাখ্যানের কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net