October 19, 2025, 7:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ি ভাতা ৫ শতাংশে শিক্ষকদের অস্বীকৃতি, আন্দোলন অব্যাহত এইচএসসিতে ইংরেজি: দুর্বল ভিত্তি থেকে ফল বিপর্যয় জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয় রাকসু নির্বাচন/ ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জয় আওয়ামী আমলের প্রশাসনের বিরুদ্ধে উঠা তিন অভিযোগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদক সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষাও স্থগিত চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

বাড়ি ভাতা ৫ শতাংশে শিক্ষকদের অস্বীকৃতি, আন্দোলন অব্যাহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকার ঘোষিত মাত্র ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করেছেন সরকারি এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা ঘোষণা দিয়েছেন—২০ শতাংশ বাড়ি ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২,০০০ টাকা হারে বাড়ি ভাতা দেওয়া হবে। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শুরু করেছেন।
শিক্ষকরা ‘২০ শতাংশ বাড়ি ভাতা চাই’—এ দাবিতে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা সেখানে বক্তব্য রাখছেন। আজ (রোববার) দুপুরে তাদের ‘ভুখা মিছিল’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন; কারও হাতে দেখা গেছে থালা-বাটি—প্রতীকী প্রতিবাদ হিসেবে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
“সরকার যে সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে, তা আমরা মানি না। আমরা ২০ শতাংশ চাই। তার থেকে এক শতাংশ কম হলেও শিক্ষকরা মানবে না।”
তিনি জানান, ফোরামের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গেছে। “সেখানে কী আলোচনা হয়, তা দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব,” বলেন তিনি।
এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এক ফেসবুক পোস্টে লিখেছেন,
“৫% বাড়ি ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা না দেওয়া পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net