November 22, 2024, 9:05 am
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/ সুত্র,বিবিসি
যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হার্ভি’। কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি প্রাণঘাতি হতে পারে জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার পাদ্রে দ্বীপে আছড়ে পড়ে ‘হানা’। এরপর তা করপাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলে তাণ্ডব চালায়। বর্তমানে প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে হানা।স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় ঘণ্টায় ১৩০ মাইল আঘাত হানা শক্তিশালী এ হারিকেনের তাণ্ডবে রাজ্যের প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুিবহীন হয়ে পড়েছে।
প্রচণ্ড গতির ঝড়ে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোতে মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেন আক্রান্ত এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের ত্রাণসামগ্রী ছাড় করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। আটলান্টিক অঞ্চলের হারিকেন মৌসুমের প্রথম শক্তিশালী ও ভয়ানক ঝড় হচ্ছে হার্ভি। ২০১৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে এটি।
রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটও টেক্সাসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বন্যার সতর্কবার্তা দিয়েছেন। রাজ্যের দক্ষিণপূর্বের তেলসমৃদ্ধ শহর হিউস্টনে আগামী বুধবার পর্যন্ত এটি অবস্থান করতে পারে। ফলে এর প্রভাবে আগামী কয়েকদিন সেখানে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Leave a Reply