December 28, 2024, 3:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে অত্যন্ত আন্তরিক রয়েছে তার প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তাদেরকে অধিকতর দায়িত্বশীল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দের ন্যায্য দাবী-দাওয়া পূরণে ইতোমধ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসারস ফেডারেশনের একটি টিম ২৫ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় তিনি এ আহবান রাখেন।
ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সহ-সভাপতি মফিজুল ইসলাম (মজনু) এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (হিরা)।
আরো উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান ও কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী। এ ছাড়াও চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অফিসারস ফেডারেশনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের অফিসাররা হলেন প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। তাঁরা মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।
ফেডারেশনের নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাস অবলোকন করে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম রোকেয়া পদকে মনোনীত হওয়ায় নেতৃবৃন্দ উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ন্যায্য দাবীসমূহ পূরণে উপাচার্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply