December 22, 2025, 11:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

লুকিয়ে থাকা তাবলিগ সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//×/

দিল্লির নিজামুদ্দিনে তাবলিগওয়ালাদের কান্ডজ্ঞানহীন ঘটনায় ভারত জুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার মাঝে গা-ঢাকা দিয়েছেন অনেক তাবলিগ সদস্য। কিন্তু ব্যাপার হলো যা হয়েছে হবার পর বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার দিন পনেরো পরেও তারা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষপের দিকেই এগোচ্ছে কানপুর পুলিশ। সোমবার তাদের নামে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সন্ধান দিলেই মিলবে ১০ হাজার রুপি পুরস্কার।

কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল বলেন, এখন সময় আছে। নিজে থেকে এসে যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

আরও জানান, গত তিনদিনে শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ জনের সঙ্গে তাবলিগ জামাতের সমাবেশের সম্পর্ক পাওয়া গেছে।

ভারতে লকডাউন শুরু হওয়ার আগে দিল্লিতে ধর্মীয় সমাবেশ করে তবলিগ জমাত। করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রাখতে তার আগেই যে কোনো ধরনের সমাবেশ, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা আরোপ হয়।

দেশ-বিদেশ থেকে তবলিগ সদস্যরা ওই সমাবেশে যোগ দেন। পর্যটক ভিসায় এসে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ায় ইতিমধ্যে কয়েক জন বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মীয় সমাবেশে উপস্থিত তবলিগ সদস্যদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায়, কেন্দ্রের দুশ্চিন্তা বাড়ে। করোনায় আক্রান্ত হয়ে কয়েক জন মারাও গেছেন।

এ জমায়েত কারণে তাবলিগ জামাতের প্রধান সা’দ কান্ধলবীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে মুসলিম বিরোধী উসকানির অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net