August 19, 2025, 12:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ১৮, ঝিনাইদহে ১০, চুয়াডাঙায় ১০ করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ায় ১৮, ঝিনাইদহে ১০, চুয়াডাঙায় ১০ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্যে এটা জানা যায়।
পিসিআর ল্যাবে ১ এপ্রিল মোট ২৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮১ টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি, ঝিনাইদহ জেলার ৫৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৭ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৮টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১০টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
করোনার সংক্রমণ থেকে রক্ষায় কুষ্টিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। জনগনকে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার সকল ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। রেস্তোরা, পার্ক, স্কুল কলেজের কোচিংও বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কয়েকটি টিমও কাজ করছে।
যোগাযোগ করা হলে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সরকারের তরফ থেকে নিদের্শনা মোতাবেক সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি জনগনকে সচেতন হবার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net