December 23, 2025, 2:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

কুষ্টিয়ায় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে পুলিশ প্রহরায়

জাহিদুজ্জামান, কুষ্টিয়া;

২১ মে ২০২১: কুষ্টিয়ায় অবশিষ্ট ২২ হাজার জনের মধ্যে মাত্র ১হাজার জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে শনিবার। আরো ১ হাজার জন টিকা পাবেন পরবর্তী ১/২ দিনের মধ্যে। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম থাকায় বিশৃঙ্খলা হতে পারে। এই আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন। কুষ্টিয়ায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। বাকী আছেন ২২ হাজার ৪শ ৩৫ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভায়েল শেষ হয়ে যাওয়ায় কুষ্টিয়ায় ১১ মে করোনার টিকাদান বন্ধ হয়ে যায়।

ওইদিন ৮২৭ জনকে টিকা দেয়ার পরই বন্ধ হয়ে যায় কার্যক্রম। টিকাদান কেন্দ্রগুলোতে কার্যক্রম আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দেয়া হয়েছে। বলা হয়েছে প্রাপ্তি সাপেক্ষে পুনরায় টিকা দেয়া হবে। সিভিল সার্জন বলেন, ৬৭ হাজার ৪শ ৮৬ জনকে দেয়ার পর গত ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হয়। চলছিল দ্বিতীয় ডোজ দেয়া।

এরপর সিরাম টিকা দেয়া বন্ধ করে দিলে কুষ্টিয়ায় মজুদ শেষ হয়ে যায় ২ মে। ডাঃ আনোয়ারুল বলেন, সেসময় অন্য জেলা থেকে আরো ৭ হাজার টিকার প্রতিশ্রুতি পাওয়া গেলেও দেয়া হয় মাত্র ৫হাজার ডোজ। শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ১১ তারিখ সকালে। প্রথম ডোজের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেয়ার জন্য তারিখ নির্ধারন করা। টিকার মজুদ শেষ হলেও নির্ধারিত দিনে অনেকেই কেন্দ্রে আসেন। কেন্দ্রগুলোতে টিকা ফুরিয়ে যাওয়ায় কার্যক্রম স্থগিত থাকার নোটিশ দেখে ফেরত যান। সিভিল সার্জন বলেন, নতুন করে এসেছে মাত্র ২০০ ভায়েল টিকা।

ঢাকা থেকে খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে আসে ৯০০ ভায়েল। সেখান থেকে কুষ্টিয়ার জন্য পাওয়া গেছে ২০০। ডাঃ আনোয়ারুল বলেন, এ দিয়ে ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এরমধ্যে শনিবার ১০০০ জনকে টিকা দেয়া হবে সদরে। এক্ষেত্রে সিরিয়ালে যারা আগের দিকে আছেন তারাই পাবেন। তিনি বলেন, যারা এই টিকা পাবেন তাদেরকে নতুন করে মেসেজ দেয়া হবে।

সিভিল সার্জন বলেন, দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা অনেক বেশি। সে কারণে টিকাদানকেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা হতে পারে। তাই পুলিশ চেয়ে আবেদন করা হয়েছে। কেন্দ্রে পুলিশের সহায়তা নিয়েই টিকা দেয়া হবে।

সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম আশ্বস্ত করে বলেছেন, আরো টিকা পাওয়া যাবে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন। ছবি: কুষ্টিয়া টিকাদান কেন্দ্র কল কাকলী মাধ্যমিক বিদ্যালয়ে দেয়া নোটিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net