November 7, 2024, 7:34 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
ক্রিকেটের মুল¯্রােতের বাইরে। নির্বাসিত। আজহার উদ্দিন। এগিয়ে এলেন করোনার কবলে পড়া দুস্থ ক্রিকেটারদের জন্যে। তিনি খেলোয়াড়দের নিয়ে গড়ে তুলেছেন একটি সংস্থা – ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই সংস্থা সম্প্রতি দুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্যে আবেদন করেছিল। সবার আগে এগিয়ে আসেন আজহার। তিনি এক লক্ষ টাকা দান করেন।
একলক্ষ টাকা দান করেন প্রাক্তন ক্রিকেটার রাজিন্দর সিং ঘাই, অংশুমান গায়কোয়ার, মহিলা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। অশোক মালহোত্র জানিয়েছেন, ভারতের বড় বড় তারকা ক্রিকেটাররা যখন নিশ্চুপ, তখন আজহার উদ্দিনের এই দান তাঁদের প্রেরণা জুগিয়েছে। মোট চব্বিশ লক্ষ টাকা উঠেছে। এর দ্বারা তিরিশজন করোনা বিপর্যস্ত প্রাক্তন ক্রিকেটারকে সাহায্য করা সম্ভব হবে। আজহার এর সাহায্যের কথা উল্লেখ করে অশোক মালহোত্র বলেন, এই প্রাক্তন ক্রিকেটার, আজহার কত বড় মনের খেলোয়াড় তা তাঁর এই আচরণ প্রমান করে দেয়।
Leave a Reply