January 16, 2025, 6:41 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৬ জনে। সুস্থ হয়েছেন ৪২২ জন ও মারা গেছেন ১২ জন।
সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন ও দামুড়হুদা উপজেলার ৭ জন রয়েছেন।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৬ জন ও হোম আইসোলেশনে ৩৮১ জন চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply