May 9, 2025, 10:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা সনাক্তের হারে ২৪ ঘন্টায় ৮৯ জনের রের্কড হয়েছে কুষ্টিয়ায়। ২৪ আগস্ট জেলার ৬ উপজেলায় মোট ২৮২ টি নমুনার মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ৮৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ২৫৭৫ জন।
এর মধ্যে সুস্থ হয়েছে ১৯২০ জন। মৃত্যুবরণ করেছেন মোট ৫২ জন।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪৪ জন, কুমারখালী ১৪ জন, দৌলতপুর ৫ জন ও ভেড়ামারা ৪ জনসহ কুষ্টিয়ায় মোট ৬৭ জন (ঢাকার ল্যাব রিপোর্টে ২২ জনসহ মোট ৮৯ জন) নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। ৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৪ জনের ঠিকানাঃ হাউজিং বি ব্লক ২ জন, হাউজিং সি-১৩৩ ১ জন, ৩৬/১ আর এ খান রোড- ফটিক টাওয়ার ২ জন, হরিপুর ২ জন, থানাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, র্যাব-১২ ১ জন, কোর্ট পাড়া ১ জন, বটতৈল ১ জন, লাহিনী বটতলা ১ জন, উপজেলা রোড ১ জন, আমলাপাড়া ২ জন, সদর ২ জন, কেজিএইচ ১১ জন, কাজী নজরুল ইসলাম রোড ১ জন, মিলপাড়া ২ জন, বৈদ্যনাথপুর ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, ভাদালিয়া ১ জন, বজলুর মোড় ১ জন, মনোহারদিয়া ১ জন, বেলঘোরিয়া ১ জন, দহখোলা ১ জন, কালিশংকরপুর ১ জন, খান বাহাদুর টাওয়ার ১ জন ও চড় গোপালপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানাঃ
দূর্গাপুর ১ জন, সেরকান্দি ৩ জন, তেবাড়িয়া ১ জন, মহেন্দ্রপুর ১ জন, কালোয়া ১ জন, বাটিকামারা ২ জন, ছেউড়িয়া-চাপড়া ২ জন, নন্দলালপুর ১ জন, খয়েরচাড়া ১ জন ও নাতুড়িয়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
মৌলাহাবাসপুর ১ জন, বামনপাড়া ১ জন, ভেড়ামারা ১ জন ও ১৬ দাগ ২ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ
ইউ এইচ সি দৌলতপুর ২ জন, চকঘোগা ১ জন, শ্যামপুর খলিসাকুন্ডি ১ জন ও কয়ামারি হোগলবাড়িয়া ১ জন।
ঢাকায় পাঠানো কুষ্টিয়া জেলার ২০৩ টি স্যাম্পলের মধ্যে ২২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
Leave a Reply