December 6, 2024, 11:59 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরো ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। নতুন আক্রান্ত সনাক্ত হয়েছে ৯ জন। মৃতের পরিমাণ দাাঁড়ালো ৬৯ জনে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ সেপ্টেম্বর ১৭৬ টি নমুনা (কুষ্টিয়া ১২১, চুয়াডাঙ্গা ১৬, ঝিনাইদহ ২৮ ও মেহেরপুর ১১) পরীক্ষা হয়।
কুষ্টিয়ায় যারা আক্রান্ত হয়েছ তাদের মধ্যে মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩ জন, কুমারখালী উপজেলার ৫ জন ও মিরপুর উপজেলার ১ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ জেলার ৪ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ হাটশ হরিপুর ১ জন, কেজিএইচ ১ জন ও কালিশংকরপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ পুটিয়া নন্দলালপুর ৪ জন ও মহেন্দ্রপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ ইউএইচসি মিরপুর ১ জন।
কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩২১৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৮৬৭ জন।
Leave a Reply