August 20, 2025, 8:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালে তা নবায়ন হওয়ার কথা/গঙ্গা চুক্তিতে থাকতে চায় তৃণমূল, নেপথ্যে কি? আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

যশোরে বণিক বার্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরের বিশিষ্টজনদের সাথে বণিক বার্তার মতবিনিময় সভা ও খুলনা বিভাগে কর্মরত বণিক বার্তার প্রতিনিধিদের নিয়ে এটি বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে যশোরের আরবপুরের মৎস্য ভবনে এ সভা হয়।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জিলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, জনন্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ পারভেজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো: আহসান হাবিব, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান, বর্তমান সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। বণিক বার্তার ডেপুটি সিটি এডিটর সাহনোয়ার সাইদ শাহীনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন বণিক বার্তার সিনিয়র প্রতিবেদক হাছান আদনান, সিনিয়র ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম এবং যশোর জেলা প্রতিনিধি আবদুল কাদের।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। সামনে আমাদের উন্নত দেশ হতে হলে শিক্ষক, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বণিক বার্তা তার তথ্য উপ¯’াপনা ও অনুসন্ধানি প্রতিবেদন ও বিশ্লেষনী মতামত প্রকাশের মাধ্যমে একটি ভিন্নধর্মী ও মানসম্মত পত্রিকা হিসেবে দেশে অব¯’ান করে নিয়েছে। আমরা চাই সামনে সরকারের উন্নয়নের সারথি হোক বণিক বার্তা। একই সাথে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানের পথ দেখাবে বণিক বার্তা এমন প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, চলতি বছরের জুনে ১০ বছর অতিক্রম করবে বণিক বার্তা। আমাদের চলার পথে সাথী হয়েছেন জেলা শহরের সব শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনরা। আগামীতে বণিক বার্তায় প্রতিটি জেলার সংবাদ আরো গুরুত্ব সহকারে উপ¯’াপন করবে।
পরে খুলনা বিভাগের বণিক বার্তার প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা বিভাগের বণিক বার্তার কর্মরত ১০ জন প্রতিনিধি উপ¯ি’ত ছিলেন। প্রতিটি জেলার সম্ভাবনা ও প্রতিবন্ধতা নিয়ে সামনের দিনে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net