July 2, 2025, 3:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভাইসহ কুষ্টিয়ার সাবেক আওয়ামী লীগ এমপি রেজাউলের ১৪ ব্যাংক হিসাব জব্দ স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন বিনাশ করতে পারি এই হোক জুলাইয়ের শিক্ষা: প্রধান উপদেষ্টা বিবিসি/কোটাবিরোধী আন্দোলনকারীদের জন্যই নতুন করে চালু হচ্ছে কোটা?, কথা বলেছেন নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে পাট আমদানিতে নিষেধাজ্ঞা/পেট্রাপোলে মন খারাপ ভারতীয় ব্যবসায়ীদের কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিল ঘিরে বিতর্ক, কারচুপির অভিযোগ ও সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনা কুষ্টিয়ায় সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ কুষ্টিয়া পৌর বিএনপি’র নির্বাচনের ফলাফল কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা জাপানের ৭ হাজার ৬৯৪ কোটি টাকা লোনে হচ্ছে জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়াল রেলপথ এইচএসসি পরীক্ষার প্রথম দিন/যশোর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬৩৮ জন

সংস্কৃতির জনপদ কুষ্টিয়ায় উদ্ধোধন হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সংস্কৃতির জনপদ কুষ্টিয়ায় আজ (বুধবার) উদ্ধোধন হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন। এর মধ্য দিয়েই এ জেলায় সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় গণভবন থেকে উদ্ধোধন করবেন এটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরচালক লিয়াকত আলী লাকী, উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
প্রধানমন্ত্রী একই সাথে ৮ জেলায় নবনির্মিত শিল্পকলা উদ্ধোধন করবেন।
কুষ্টিয়ায়  এক একর জায়গার ওপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এটি নির্মাণ করেছে শিল্পকলা একাডেমিটি। চারতলা বিশিষ্ট একাডেমিতে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স। রয়েছে অত্যাধুনিক তিনটি অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৫০ আসনের একটি কনফারেন্স রুম এবং মুক্ত মঞ্চ। ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একাডেমির কর্মকর্তারা জানান ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান।
নির্মাণের প্রতিটি মুহুর্তেই এটির তত্বাবধান করেছেন কুষ্টিয়া-৩ আসনের  সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রাষ্ট্রীয় কাজে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন।
হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি এই শুভক্ষণে কুষ্টিয়া বাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন কুষ্টিয়া বাসীর আরো একটি স্বপ্ন পূরণ হলো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি কুষ্টিয়াবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে এসে উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থন জানানোর আহবান জানান।
কুষ্টিয়া অবিভক্ত ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রাচীন জেলাগুলির একটি। হেমিলটনস গেজেটিয়ারে বর্ণিত এই পাললিক ভূ-খন্ডটি সময়ের পরিক্রমায় অতিক্রম করছে ৭৫ বছরের নানামুখী ইতিহাস ; বয়ে নিয়ে চলেছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক, রাজনৈতিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক ঐতিহ্যের উত্তরাধিকার। বিভিন্নভাবে সর্ম্পকযুক্ত এসব বিষয়াবলী কুষ্টিয়াকে দিয়েছে ইতিহাসের একটি অত্যুজ্জল ঐতিহ্যগত মাত্রা যেখানে জেলাটির রয়েছে নানামুখী অবদান যার মধ্যে দেশের মুল ধারার সংস্কৃতির ধীর-স্থির ও সুস্থ্য বিকাশ অন্যতম। বহুকাল পূর্ব থেকেই বাংলাদেশের মুল সংস্কৃতির ধারাকে নানাভাবে প্রতিনিধিত্ব, প্রভাবিত ও সমৃদ্ধ করে আসছে এই জেলা। ইতোমধ্যে জেলাটি দেশ ও দেশের বাইরে ‘সংস্কৃতির জনপদ (বহুল ব্যবহৃত শব্দ সংস্কৃতির রাজধানী) নামে খ্যাতি অর্জন করেছে। আরো মুল্যবান যে বিষয়টি তা হলো দেশের শুদ্ধ ভাষাতাত্বিক যে লোকজ ঐতিহ্য সেই মুলধারায় কুষ্টিয়ার অবদান সর্বকালের জন্য স্বীকৃত। জেলাটি তার শাখায় আরও যে গৌরবময় পালক বহন করে তা হলো এটি দেশের দারিদ্র্যসীমার বাইরে রয়েছে।
কুষ্টিয়া বাঙালি সংস্কৃতির প্রধান নির্মাতা রবীন্দ্রনাথের ‘যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য রস-সাধনার তীর্থস্থান’, সুসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের ‘বাংলাদেশের হৃদয়’, লালন শাহের ‘আরশিনগর’। ঊনবিংশ শতাব্দিতে গ্রামীণ জাগৃতির জনক লেখক-সম্পাদক-সমাজসংস্কারক কাঙাল হরিনাথ মজুমদারকে ঘিরে ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়, পল্লীচিত্রকর ও গোয়েন্দা কাহিনির লেখক দীনেন্দ্রকুমার রায়, তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণব, ভ্রমণকাহিনির প্রবাদপুরুষ জলধর সেন প্রমুখকে নিয়ে ‘কাঙালমÐলী’র যে আসর জমেছিল, সেখান থেকে আধুনিক সাহিত্য-সংগীত তথা বাঙালি সংস্কৃতির গতিপ্রকৃতি সুনির্দিষ্ট হয়। সমসময়ে ছিলেন ললিত বাংলা গদ্য ও বিদ্রোহাত্মক নাটকের দিকপাল মীর মশাররফ হোসেন। পরবর্তীকালে জন্মগ্রহণ করেন বাঙালি মুসলিম গীতিকারদের পথিকৃৎদের একজন দাদ আলী।বাঙালি মুসলিম মহিলার মধ্যে প্রথম সনেট ও আধুনিক আঙ্গিকের কবিতা রচয়িতা মাহমুদা খাতুন সিদ্দিকার পৈতৃকনিবাসও এই কুষ্টিয়া। বাংলা সাহিত্য সাংস্কৃতিক জগতের এমন অনেকের নামই উঠে আসবে এমনভাবে যাঁরা জন্মগ্রহণ করেছিলেন এই কুষ্টিয়ায়। স্বর্ণপ্রসবিনী এই অঞ্চলে এখনও ঐতিহ্যের ধারাবাহিকতায় কৃতী ব্যক্তিত্ব জন্ম নিচ্ছেন, বহমান রয়েছে বাঙালি সাহিত্য-সংস্কৃতি চর্চার মূলধারাটি।ইউনেস্কো যে বাউল সংগীতকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে তার কেন্দ্রভূমিও কুষ্টিয়া। গগন হরকরার রচিত এই মাটির গানের সুরেই তো রবীন্দ্রনাথের বাণী বসানো সংগীতটি আজ বাংলাদেশের জাতীয় সংগীত। সর্বোপরি এ-অঞ্চলের কথ্যভাষা ‘আ মরি বাংলা ভাষা’র সবচেয়ে স্বাদু স্বর হিসেবে স্বীকৃত এবং প্রমিত রূপ হিসেবে গৃহীত। এসব কারণে পূর্ব থেকে দেশের সব অঞ্চলের মানুষের কাছে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত।
কুষ্টিয়ায় এ ধরনের উচ্চ মার্গের একটি শিল্পকলা একাডেমি স্থাপনকে কুষ্টিয়ার জন্য ঐতিহাসিক একটি ঘটনা বলে অভিহিত করেছেন অনেকে।
কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম কুষ্টিয়াবাসীকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এ ধরনের একটি অত্যাধুনিক মানের শিল্পকলা একাডেমি ভবনের জন্য। তিনি বলেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম একাডেমি ভবন। তিনি বলেন কুষ্টিয়ার শিল্প-সংস্কৃতিকে বিশে^র দরবারে তুলে ধরা হবে। তিনি বলেন এই শিল্পকলার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষা রয়েছে এর মধ্যে। তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও কুষ্টিয়া-৩ আসনের (সদর) সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন এটা অত্যন্ত শুভ একটি ক্ষণ। এটি কুষ্টিয়ার শিল্প-সংস্কৃতির জন্য বর্তমান সরকারের একটি বড় ম্যুল্যায়ন। তিনি কুষ্টিয়ার সংস্কৃতির আরো ধীর-স্থির বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net