December 31, 2025, 11:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭ জন, মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক: আইন ও সালিশ কেন্দ্র রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

কুষ্টিয়ায় সুধী সমাবেশে জামায়াত আমীর/মামলা বাণিজ্য আমাদের কাজ না

আলী মুজাহিদ/
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মামলা বাণিজ্য আমাদের কাজ না, চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে ক্ষেপে গিয়ে আজকে এ পরিণত হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরতে হবে।
শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। তিনি শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া আসেন। আজ (০৪ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ডাঃ শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে দুই দিনের মাথায় তাদের দলের ৫ লক্ষ নেতাকর্মীকে আমরা খুন করে ফেলব। আলহামদুল্লিাহ,বাংলাদেশ এমন কিছু হয়নি।
তিনি বলেন, কিন্তু আমরা চাই না আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারোর উপর অবিচার করি। আমরা এও বলেছি হাজার হাজার মামলা আমরা করব না। আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মামলা করব। কিন্তু একজন নিরপরাধ মানুষকেও আমরা মামলার আসামি করব না। ১০ জন অপরাধীর সাথে যদি একজন নিরপরাধ মানুষ আসামি হয়ে থাকে তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হব।
ডা. শফিকুর রহমান বলেন, যে পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন সে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বসার মত চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে থানায় পৌঁছে দিয়ে আসো কাজ শুরু হোক। তাদেরকে আশস্ত করেছিলাম যে আপনারা কাজ করেন থানার ভেতরে, আমরা বাহিরে পাহারা দিব।
জামাতে আমীর বলেন, দল-ধর্ম যার যার” দেশ আমাদের সকলের। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই, কারন এটা জনগন চাইবে না। জনগন শান্তি চাই। জনগনের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা, এমন দেশের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিনের জোয়াদ্দারের সঞ্চালনায় সুধী সমাবেশে জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন,শামিম সাঈদী, কুষ্টিয়া জেলা পুজা উদঙাপন পরিষদের সভাপতি এডভোকেট জয়দেব বিশ^াস, সাবেক জেলা আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net