July 2, 2025, 4:10 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের খেতরের একটি আম গাছ থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মোহাম্মদ স্বাধীন (২২)। তিনি নন্দলালপুর এলাকার ভ্যানচালক আকুল হোসেনের ছেলে। তিনি সোন্দাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা বা কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ভ্যানে করে স্বাধীনকে বিদ্যালয়ে দিয়ে আসেন তার বাবা আকুল হোসেন। এরপর রোববার সকালে বিদ্যালয়ে একটি আমগাছে রশির সঙ্গে স্বাধীনকে ঝুলতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে স্বাধীনের বাবা আকুল হোসেন বলেন, রাত ১০টার দিকে ভ্যানে করে তিনি স্বাধীনকে স্কুলে দিয়ে আসেন। ওর সঙ্গে বাড়িতে বা বাড়ির বাইরের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না বলে জানান তিনি।
সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ফোনে বলেন, স্বাধীন নিয়মিত দায়িত্ব পালন করত। কারো সঙ্গে ঝামেলা ছিল না।
সিসিটিভি ফুটেজে রাত ১২টা ৭ মিনিটের দিকে হাতে রশি নিয়ে স্বাধীনকে ছুটাছুটি করতে দেখা গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। তবে ঘটনাস্থলে কোন সিসিটিভি ছিল না।
তিনি বলেন, খবর পেয়ে বিদ্যালয়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply