November 13, 2025, 2:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি দুর্নীতির মামলা সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়লো আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির চাপ, এডিবি পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার শঙ্কা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের সিদ্ধান্ত ও শিল্প খাতের স্থবিরতার প্রেক্ষিতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সদ্য প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও)–এর জুলাই ২০২৫ সংস্করণে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য পূর্বাভাসিত প্রবৃদ্ধি আগের তুলনায় নিচে নেমে আসতে পারে, যদিও নির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি।
এডিবির বিশ্লেষণে বলা হয়েছে, রপ্তানি ও উৎপাদন খাতে ধীরগতির কারণে অর্থনৈতিক গতি হারাতে বসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কনীতিও এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার ফলে বিশেষ করে তৈরি পোশাক খাত রপ্তানিতে বড় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দর-কষাকষি চললেও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ে এডিবি জানায়, সদ্য শেষ হওয়া অর্থবছরে কিছুটা স্বস্তি এসেছে। বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা, কঠোর আর্থিক ও রাজস্বনীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, এবং এ কারণে ২০২৬ অর্থবছরের পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে।
এডিবি আরও জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের ঝুঁকি ও অনিশ্চয়তা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। নতুন পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি ৪.২ শতাংশে এবং ২০২৬ সালে ৪.৩ শতাংশে দাঁড়াতে পারে—যা আগের পূর্বাভাসের তুলনায় প্রায় অর্ধ শতাংশ কম।
পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়েই আশঙ্কা প্রকাশ করেছে এডিবি। প্রতিবেদনে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র শুল্ক হার আরও বাড়ায় এবং বাণিজ্য উত্তেজনা তীব্র হয়, তাহলে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, পুরো অঞ্চলের প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে। এর সঙ্গে যোগ হচ্ছে ভূরাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সরবরাহ চেইনের বাধা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—যা একযোগে এ অঞ্চলের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net