August 2, 2025, 4:33 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ১৭ বাংলাদেশিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী এবং চারজন শিশু রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিকেল ৩টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত মেইন পিলার ১০৫-এর শূন্যরেখায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে মুজিবনগর কোম্পানি কমান্ডার না. সুবেদার তাপস কুমার এবং বিএসএফের পক্ষে হ্নদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করা এসব বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরপ্রাপ্তদের পরিচয় নিশ্চিত করে জানানো হয়, তারা হলেন— বাগেরহাটের মোড়েলগঞ্জের মো. নাসির (৫৬), তার মেয়ে মঞ্জু (৪৫), মঞ্জুর ছেলে ইয়াসিন (২৩); খুলনার ফুলতলার বুলবুল পাটোয়ারী (৩৫) ও তার ছেলে আদনান (১০); ডুমুরিয়ার রাজু খান (৩২), তার সন্তান ইসরাফিল (৪), ওমর (৩ মাস), ও মেয়ে মারিয়া (২); কহিনূর (২৮), রাজিয়া (৫০), আফরিন (৩০), রফিকুল (৪২), মো. আনসার খান (৬২) ও তার ছেলে মো. রাজু আহম্মেদ (২৮); যশোরের ফাতেমা (৪২) এবং নরেন্দ্রবর্মনের ছেলে বিধানবর্মন (১৯)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply