October 8, 2025, 1:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি পুনরায় শুরু হয়েছে। এতে বাজারে স্বস্তি ফিরেছে—মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা কমেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা যায়, শনিবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ২৬০ টাকা। তবে আজ একই মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বাজারেও দাম নেমে এসেছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
ক্রেতা মোখছেদ আলী বলেন, “গত পরশু ২৬০ টাকায় কাঁচা মরিচ কিনেছিলাম, আজ কিনলাম ১৩০ টাকায়। দাম কমায় স্বস্তি পেয়েছি।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, “গতকাল থেকেই কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়েছে, দামও দ্রুত কমছে। আজ পাইকারিতে ১৩০ টাকায় বিক্রি করছি, আশা করছি দাম আরও কিছুটা কমবে।”
এর আগে দুর্গাপূজার ছুটিতে টানা ছয় দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে দাম হু হু করে বেড়ে যায়। শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে ফের নেমেছে স্বস্তির হাওয়া।