January 29, 2026, 10:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের কুষ্টিয়ার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ ১৬ হাজার ছাড়াল ভারতের নতুন বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী সম্পর্ক অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি

কেন এই সিদ্ধান্ত/ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান স্থগিত করার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো অনুমতি পাবেন না।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়ে সব ধরনের ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যানের নির্দেশ দিয়েছে।
কেন এই সিদ্ধান্ত/
মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাঁদের প্রবেশ সীমিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই-বাছাই প্রক্রিয়ার একটি বিস্তৃত পুনর্মূল্যায়ন চলছে। এই পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না।
তিনি আরও বলেন, “বিদেশি নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি কল্যাণ ভাতা বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন—তাদের প্রবেশ ঠেকানোই এখন আমাদের অগ্রাধিকার।” তবে এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
বাংলাদেশের অবস্থান/
এই সিদ্ধান্তের পেছনে চলতি মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গত ৪ জানুয়ারি ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়।
ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম তালিকায় থাকলেও ভারত ও শ্রীলঙ্কা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
কোন কোন দেশ তালিকায়
ফক্স নিউজ প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, আলবেনিয়া, ব্রাজিল, কিউবা, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেনসহ একাধিক গুরুত্বপূর্ণ দেশ।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কনস্যুলার কর্মকর্তারা বিদ্যমান আইনের আওতায়ও এসব দেশের নাগরিকদের ভিসা দিতে পারবেন না।
অনিশ্চয়তায় হাজারো আবেদনকারী/
এই আকস্মিক সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, এই ভিসা স্থগিতাদেশ শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, বৈশ্বিক অভিবাসননীতি ও ভূ-রাজনীতিতেও নতুন করে চাপ ও অস্থিরতা তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net