September 10, 2025, 10:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলো সুপ্রিম কোর্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বেড়েছে প্রায় ৫ হাজার ৫০০ টন

কুষ্টিয়া ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, ক্লাব চর্চা এক ধরনের সামাজিক সংস্কৃতি গড়ে তোলে, একটি বন্ধন গড়ে তোলে যেখানে তখন ক্লাব শুধু মাত্র ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং হয়ে উঠে মানুষের কল্যাণে, মানুষের উৎকর্ষ-উন্নয়নের একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। তিনি বলেন কুষ্টিয়া ক্লাব হবে এমনই একটি ক্লাব।
তিনি বলেন সমাজের বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের চিন্তাধারা, সমাজ নিয়ে কাজ করার ইচ্ছে সবই প্রতিপলিত হবে এই কুষ্টিয়া ক্লাবের মধ্য দিয়ে।
শনিবার রাতে কুষ্টিয়া ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলমকে সম্মাননা ও মতবিনিময় সভায় সম্বর্ধিত অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন
তিনি বলেন, এই কুষ্টিয়া একটি উন্নত সংস্কৃতির আধার। এখানে একধরনের সুদ্ধ সংস্কৃতি চর্চার জায়গা রয়েছে। সেটিকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন সমাজকে বদলাতে হবে। বদলাতে হলে উদ্যোগ নিতে হবে। যে উদ্যোগ আসতে হবে বিশেষ শ্রেণীর মানুষদের থেকে। তিনি বলেন এ ধরনের ক্লাবে যেখানে সরকারী কমকর্তাদের সাথে সমাজের সুশীল সমাজের একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েই আছে সেখানে সমাজের উন্নয়নে অবশ্যই ভাল উদ্যোগ তৈরি হতে পারে। তিনি আগামী দিনগুলোতে কুষ্টিয়ায় সমন্বিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি নিয়মিত ক্লাব নাইট অনুষ্ঠান সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা যাতে ক্লাব গঠনে এগিয়ে আসেন সে উদ্যোগ গ্রহন করবেন বলে জানান।

সম্বর্ধিত অতিথি পুলিশ সুপার খাইরুল আলম বলেন, এই জেলা অনেক মণীষির পদধুলি সমৃদ্ধ যারা সমাজের উন্নয়নে, সমাজের পরিবর্তনে অনেক অবদান রেখে গেছেন। আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে অনেক কাজ করতে পারি। যা এ জেলাকে সমৃদ্ধ করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ক্লাবের মাধ্যমে সরকারী অনেক কর্মকান্ড সহজও হতে পারে। তিনি বলেন এখানে অসংখ্য ব্যাক্তিবর্গ রয়েছেন যারা সমাজের এক বিশেষ অংশের নিয়ন্ত্রণ শক্তির সাথে সম্পৃক্ত। তাদের সহযোগীতায় সমাজ থেকে অনেক নেতিবাচক অপতৎপরতা নির্মূল করা সম্ভব।


কুষ্টিয়া জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসরামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া সরকারী সিটি কলেজের অধ্যক্ষ আজমল গনি আরজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, কুষ্টিয়া রাইফের ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, দেশ এগ্রোফুডের  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, রশিদ এগ্রোফুডের  ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ, কেএনবি এগ্রোফিডের   ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধান কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী এসএম কাদেরী শাকিল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, কুষ্টিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ, দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ড. আমানুর আমান প্রমুখ।
অনুষ্ঠান সনচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ^জিত সাহা সন্টু। সম্মনানা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net