হুমায়ুন কবির, খোকসা/
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এ প্রতিপাদ্য নিয়ে রোববার সকালে সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসাতে উদযাপিত হয়েছে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১। তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে বর্ণাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন বঙ্গবন্ধুর ম্যুরাল এসে পুষ্পমাল্য অর্পণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সাহা ও খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রমুখও।
আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply