January 30, 2026, 2:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনে প্রচারে ধর্ম ব্যবহার : আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ গণভোটে প্রচার নিষিদ্ধ: সরকারি চাকরিজীবীদের জন্য কড়া নির্দেশনা কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের

তিন দিনে বেনাপোল হয়ে ১০০ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেড় বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। গত তিনদিনে ভারত থেকে প্রায় ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার ৬৪ টন ৪০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, প্রকারভেদে প্রতি টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে ব্যবসায়ীদের। বেনাপোল বন্দর থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি হচ্ছে।
মেসার্স গাজী ইন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসির কেনা পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে।
মুজিবর রহমান নামের এক ক্রেতা জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে কেজিতে ৪-৫ টাকা দাম কমেছে। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস করতে পারেন সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাজারে দেশীয় নতুন মুড়কিাটা পেঁয়াজ আসায় কৃষকরে উৎপাদতি পেঁয়াজের ন্যায্যমুল্য নিশ্চিত ও কৃষকদরে পেঁয়াজ চাষাবাদে উৎসাহতি করতে সরকার গত বছররে ১৪ সেপ্টেম্বর ভারত েথেকে পেঁয়াজ আমদানরি অনুমতি ইমর্পোট পারমটি (আইপি) বন্ধ করে দয়ে সরকার। কিন্তু হঠাৎ দেশের অভ্যন্তরে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে দাম বেড়ে যাওয়ার ফলে পেঁয়াজ আমদানির পারমিশন দেয় সরকার। সরকারের নীতি নির্ধারণী মহল মনে করছে এতে করে এবার দেশে রোজার মধ্যে পেঁয়াজের দাম বাড়বে না।
বাজারে দশেীয় মুড়কিাটা পঁেয়াজরে সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। যার কারণে দেশের বাজারে আমদানকিৃত পেঁয়াজরে চাহিদা তেমন না থাকায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমিয়ে দেন আমাদানিকারকরা।  তবে র্পূবরে  ন্যায় অনুমতি পত্র নিয়ে ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলেন আমদানকিারকরা। এরই মধ্যে মাঘের হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্দন অঞ্চলে আবাদ করা পেঁয়াজের জমি নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় দাম র্ঊধ্বমুখী হতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net