August 2, 2025, 7:30 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। এছাড়াও পাঁচ লিটারের সয়াবিন তেল ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার (৩ অক্টোবর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়।
ব্যবসায়ীদের সংগঠনটি জানায় নতুন দরে কাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।
সয়াবিন তেলের বাজার দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল। একটু একটু বিরতির পর আবার বেড়েছে ভোজ্যতেলের দাম। রমজান মাস শুরুর পর থেকে এটা অব্যাহত থাকে।
ভোজ্যতেলের দাম কমাতে বিভিন্ন পর্যায়ে ভ্যাট কমিয়েছে সরকার। এরপর নির্ধারণ করা হয় নতুন দর। তারপরও বাজারে দাম কমেনি।
রোজার এক দুই দিন আগে থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি গয়েছে ১৬৫ টাকা দরে। মাঝে ১৬০ টাকায় নামে। পরে অঅবার ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি শুরু হয়।
Leave a Reply