July 1, 2025, 9:25 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে (২৬ জুন) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিতলা-দুর্গাপুর মাঠ সংলগ্ন সড়কে ডাকাতির এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার অ্যাম্বুলেন্স যাত্রীরা জানান, পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের অসুস্থ আয়েশা খাতুন (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। ঘটনার রাতেই মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসছিলেন। রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সটি বাড়ির এক কিলোমিটার দুরে কালিতলা-দুর্গাপুর মাঠের কাছে ৫/৬ জনের ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড দেয়। এ সময় স্বজনদের কাছ থেকে নগদ প্রায় ৩২,৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এমনকি অ্যাম্বুলেন্সে লাশ আছে কি-না নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও দেখে ডাকাতরা।
এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। এছাড়া ডাকাতি ঘটনায় এখনো কেউ থানায় মামলাও হয়নি।
মৃতের ছোট বোন বলেন, ডাকাতদের অনুরোধ করে আমরা বলি, ‘ভাই আপনাদেরও মা-বোন আছে। আপনারা দেখেন আমার বোন মারা গেছে।’ তবুও আমার কান থেকে ডাকাত দল একজোড়া দুল নিয়ে যায়। এমনকি ডাকাত দল আমার বোনের মুখ খুলে দেখে যে সত্যিই সে মারা গেছে কি-না।
এর আগেও মিরপুর উপজেলার অন্তর্গত কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কসহ গ্রামীণ সড়কে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ডাকাতির সঙ্গে জড়িতদের আটকে জোর চেষ্টা চলছে।
Leave a Reply