August 18, 2025, 3:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব

জাতীয় বিতর্ক উৎসব উপলক্ষে এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর প্রস্ততী সভা

নিজস্ব প্রতিবেদক: এনডিএফ বিডি ১৩ তম জাতীয় বিতর্ক উৎসব-২০২০ উপলক্ষে কুষ্টিয়া জোন এর প্রস্ততী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টায় স্থানীয় কুষ্টিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রস্ততী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে বিতর্ক শিল্প আন্দোলনের পথিকৃৎ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কুষ্টিয়ার কৃতি সন্তান একেএম শোয়েব।


এনডিএফ বিডি কুষ্টিয়া জোন প্রধান, কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর মডারেটর, কুষ্টিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ল্যাফটেন্যান্ট আহসান কবীর রানা , এনডিএফে বিডি কুষ্টিয়া জোন এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর মডারেটর ও কুষ্টিয়া জোন এর উপদেষ্টা নাদিরা খানম ও কুষ্টিয়া জোন এর উপদেষ্টা আয়শা ইসলাম।

এনডিএফ বিডি ১৩ তম জাতীয় বিতর্ক উৎসব-২০২০ উপলক্ষে আয়োজিত প্রস্ততী সভায় বক্তারা কুষ্টিয়া জোন এর ৬ টি জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ি, পাবনা ও কুষ্টিয়া থেকে অধিক সংখ্যক প্রতিষ্ঠানের সর্বচ্চ শিক্ষার্থী অংশগ্রহনের জন্য সকল প্রতিষ্ঠানে চিঠি দেওয়াসহ ব্যাপক প্রচারের উপর জোর দেন। সভার প্রধান অতিথি একেএম শোয়েব বলেন বিতর্ক শিল্প প্রন্তিক জনে ছড়িয়ে দিতে কুষ্টিয়া জোন এর প্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক প্রশিক্ষন কর্মশালা পরিচালনা, ডিবেটিং ক্লাব খুলতে ও পরিচালনায় সহযোগিতাসহ আন্ত:মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন প্রসংশা যোগ্য। ইতিপূর্বে কুষ্টিয়া জোন ৭ম জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব ও কুষ্টিয়া জোন বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার সফল আয়োজন করে সক্ষমতার স্বাক্ষর রেখেছে। কুষ্টিয়া জোনে বিতর্ক শিল্পের প্রসারে কুষ্টিয়া সন্তান হিসেবে আমি আনন্দিত। এজান্য এবার ১৩ তম জাতীয় বিতর্ক উৎসবে কুষ্টিয়া জোন থেকে সর্বচ্চ সংখ্যক বিতার্কিক অংশগ্রহন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন । এসময় তিনি সভায় উপস্থিত সকলের আলোচনা ও প্রস্তাব অনুযায়ী উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০২০, আগামী সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন এবং এরজন্য এখন থেকেই প্রস্ততী শুরু করতে হবে বলেও অভিমত দেন , যেন খুলনা বিভাগয়ি বিতর্ক উৎসবের সফল ও সুন্দর ভাবে আয়োজন করা যায়।

প্রস্ততী সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোন সমন্বয়কারী কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, সহসভাপতি সাজিত সুমন ,সিনিয়র সংগঠক মেহেরপুর জেলার শাহাবুদ্দিন আহমেদ, মুক্তি যুদ্ধের গবেষক ইমাম মেহেদী, সংগঠক সুমাইয়া ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যলয়ের তালহা তাইয়ুম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর মাহাবুব আলম তামিম, , রাহাত উন নূর, শুভ্র, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর কামরুল ইসলাম রোহিত, শুভ, কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের আনাম মোর্তুজা, জুবায়ের হাসনাত অর্পন, সৈয়দ মাসুদ রুমি কলেজের শাম্মী, নীলদা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়ের সংগঠক তাহমিনা ইরা, হোমায়রা, নাহিয়ান নওসাবা, জারিন তাসনিম,ইনতিহা মাইশা ইলিয়াস সহ কুষ্টিয়ার ২১ টি প্রতিষ্ঠানের বিতর্ক প্রেমী সংগঠক বৃন্দ। উল্লেখ্য চলতি মাসের ২৭ -২৮ মার্চ -২০২০ দুইদিনব্যাপী ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ১৩তম জাতীয় বিতর্ক উৎসব ও আগামী সেপ্টম্বর-২০২০ মাসে একদিন ব্যাপী ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব কুষ্টিয়া সরকারি কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net