September 9, 2025, 2:33 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়া আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত ও নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির ফলাফল বা মাইগ্রেশন সংক্রান্ত পিডিএফ কপি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কলেজে নিয়ে গিয়ে ফি পরিশোধের মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী এ বছর ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপঃ
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় (বাংলা ও ইংরেজি ভার্সন): ৫,০০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া): ৩,০০০ টাকা, জেলায়: ২,০০০ টাকা, উপজেলা ও মফস্বলে: ১,৫০০ টাকা।
নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায়: বাংলা ভার্সন ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৮,৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া): বাংলা ভার্সন ৫,০০০ টাকা, ইংরেজি ভার্সন ৬,০০০ টাকা, জেলায়: বাংলা ভার্সন ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সন ২,৫০০ টাকা, উপজেলা ও মফস্বলে: বাংলা ভার্সন ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৩,০০০ টাকা।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।