November 13, 2025, 5:08 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর কালুখালীতে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসে পেছন দিক থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি রাস্তার পাশের খালে পড়ে যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানায়, রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের ভবানীপুর এলাকায় রাজন পরিবহনের একটি লোকাল বাস যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। হঠাৎ কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে জোরে ধাক্কা দিলে রাজন পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেহাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”