February 5, 2025, 10:03 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহে ২১ জুন রবিবার ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জেলা ওরিয়েন্টেশন কোর্স ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: আবুবকর ছিদ্দীক,অধ্যক্ষ, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসা ও সেক্রেটারী ইমাম মুয়াজিজন কল্যান সমিতি ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলার ৬ উপজেলা থেকে ১২ জন করে প্রতি জনকে ৫,০০০/-টাকা করে মোট ৭২ জনকে ৩,৬০,০০০/- টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানে এই ট্রাস্ট গঠন করা হয়। যেসকল ইমাম মুয়াজিজন সমিতির সদস্য হন এবং হালনাগাদ চাঁদা পরিশোধ করে থাকেন শুধুমাত্র তাদের মধ্য থেকে বাছাই করে ট্রাস্টের লভ্যাংশ থেকে এই অনুদানের টাকা প্রদান করা হয় ।
Leave a Reply