November 22, 2024, 8:50 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: (নোভেল-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। দিন যত যাচ্ছে ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশ লকডাউন হওয়ায় অনেকে না খেয়ে দিন পার করছে।
এদিকে কুষ্টিয়া শহরের অলি গলি ঘুরে ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার নিজ দায়িত্বে পৌছে দিচ্ছেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।
খাবার বিতরণের সময় এমন এক দৃশ্য চোখে পড়ে সাংবাদিকদের। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর অবস্থা ভাবা যাচ্ছেনা। সারা দেশে অচলাবস্থা বিরাজ করায় কাজে বের হতে পারছেনা দিনমজুরেরা। কাজের অভাবে ঘরে বসে না খেয়ে থাকতে হচ্ছে পুরো পরিবার নিয়ে৷ দেশের এমন বৈশ্বিক এই বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বর্তমান দেশ ব্যাপি করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে কর্মজীবী মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন কুষ্টিয়ার ছিন্নমূল মানুষও পড়েছে বিপাকে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, এমন দৃশ্য দেখে তাদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
Leave a Reply