May 9, 2025, 2:26 pm
দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক//
কোচ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন সাবেক এই অ্যাথলেট। ২০০৯ সাল থেকে বিকেএসপিতে কোচ হিসেবে কর্মরত আছেন সাবেক দ্রততম মানব আব্দুল্লাহ হেল কাফী। কাজ করার অভিজ্ঞতা আছে জাতীয় দলেও। তবে । পেয়েছেন ইয়ুথ একাডেমি কোচের সনদ।
২০১৭ সালে সিঙ্গাপুরে ১২ জনের সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন কাফি। এরপর দেশের দ্রুততম মানব হাসান মিয়াকে নিয়ে প্রজেক্ট জমা দিয়েছিলেন। এরপর অতিবাহিত হয়েছে অনেকখানি সময়। গত দুই দিন আগেই ইয়ুথ চিফ কোচ পদে পাস করার সনদ হাতে পান তিনি।
Leave a Reply