April 23, 2025, 2:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে রুপা পাচারের ঘটনা বৃদ্ধি, ৪ মাসে উদ্ধার ১০২ কেজি রোববার পর্যন্ত আবহওয়ার খবর/চুয়াডাঙ্গাসহ চার অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, ছড়াবে অন্য জেলাতেও সরকারের প্রচেষ্টায় ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পথ শীঘ্রই উন্মুক্ত হবে : রিজওয়ানা হাসান বেনাপোল কাস্টমসে ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় কুষ্টিয়ায় বিদ্যালয় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত নয় পুলিশ জানা গেল তত্ত্বাবধায়কের বিয়ে তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনো আয়োজন ! একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ খুলনা বিভাগের ১০ জেলার ৫ জেলায় এক কেজি ধানও পায়নি খাদ্য বিভাগ ! সীমান্তে মাদক সরবরাহ করতে এসে ৩ ভারতীয় আটক দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, দাফন হবে নিজ বাড়ি কুষ্টিয়ায়

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি/ ছাত্রদল থেকে আসা যুবলীগ নেতা সুজন গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকা/
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেয়া চক্রের মুল হোতা কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কুষ্টিয়া শহরের একটি গোপন স্থান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে ওয়াকিবহঅল সুত্র মনে করছে কাহিনীর শেষ হয়নি। পেছনে রয়েছে আরো কয়েকজন। পুলিশও বলছে তবে নাম প্রকাশ না করার শর্তে। এগুলোকেও খুঁজে বের করে আইনের আওতায় নেয়া হবে ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।
যুবলীগ নেতা সুজনসহ এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তারা হলো শহরের আড়ুয়াপাড়া এলাকার খন্দকার আবুল হোসেনের ছেলে ওয়াদুদ ওরফে মিন্টু খন্দকার, কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার আতিয়ারের ছেলে মিলন হোসেন ও তার দুই বোন ছোনোয়ারা খাতুন ও জাহানারা খাতুন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, যুবলীগ নেতা সুজনের নেতৃত্বে এই জালিয়াত চক্র পৈতিৃক সম্পত্তি তাঁর মা মোকসুদা খাতুন, চার বোন রজিয়িা খাতুন, বাসরো খাতুন, সলেমিা কবরি ও শামীমা খাতুনরে এনআইডি জালয়িাতি করে প্রতারক চক্র তাদরে নামে ভুয়া এনআইডি র্কাড ৈিতর করে
কুষ্টিয়া শহরের মজমপুর মৌজার ২৫৭৫, ২৫৭৬, ২৫৮০, ২৫৮১ দাগের মধ্যে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২২ শতক জমির ভুয়া মালিক সেজে মাত্র ৭৭ লাখ টাকায় মহিবুল ইসলাম নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর কাছে বিক্রি করে। ওই জমির প্রকৃত মালিক শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এমএম ওয়াদুদ, তার মা মোকসুদা খাতুন, ৪ বোন রিজিয়া খাতুন, বাসরো খাতুন, সালমা কবির ও শামীমা খাতুন। এরা পিতা মৃত এম হাকিমের ওয়ারিশ সুত্রে ঐ জমিার মালিক। জালিয়াত চক্রটি এদের সবার ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করে রাতারাতি ঐ জমির মালিক বনে যান। চক্রটি এখানেই থেমে থাকেনি, তারা শহরের এনএস রোডে আব্দুল ওয়াদুদের আরো একটি দোতলা বাড়িসহ কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তিও একই কৌশলে বিক্রির চেষ্টা করছিল।
এ নিয়ে কয়েকটি নিউজ চ্যানেলে খবর প্রচারের পর পুলিশ বিষয়টি আমালে আনে। ইতোমধ্যে এ চক্রের সঙ্গে যুবলীগ নেতা সুজনের নাম উঠে আসায় গত রবিবার শহর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের একাধিক সুত্রে জানা যায় এই আশরাফুজ্জামান সুজন বিএনপির ছাত্র সংগঠন জাতিয়তাবাদী ছাত্রদলের ৫ নং ওয়ার্ড সভাপতি ছিলেন তিনি। আওয়াম লীগের এক শীর্ষ নেতার ইশারায় ২০১৭ সালের ১৫ মে ছাত্রদল নেতা সুজনকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট শহর যুবলীগের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় যুবলীগ। এরপর থেকে সুজন টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
তবে একাধিক সুত্র দাবি করছে এই জালিযাত চক্রের শেকড় আরো গভীরে রয়েছে জেলার অনেক রাজনৈতিক নেতাও এদের সাথে জড়িত রয়েছে।
কুষ্টিয়ার পুলিম সুপার এসএম তানভির আরাফাত জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে। কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না। যারা জড়িত তারা যত প্রভাবশালী হোক গ্রেফতার করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net