February 5, 2025, 10:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন নিরপেক্ষ স্বাধীন নাগরিকদের মতামত উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ একটি সহায়ক শক্তি। বুদ্ধবিৃত্তির সাথে জড়িত এসকল ব্যাক্তিবর্গের নিস্ক্রিয়তা অনেক সময় দশেরে অগ্রগতি ও প্রগতরি পথ রুদ্ধ করে দেয়।
মাহবুবউল আলম হানিফ গত সন্ধ্যায় (৪ জানুয়ারী) কুষ্টিয়ার বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ আয়োজন থেকে তিনি জেলার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি নাগরিক কমিটি গঠনের ঘোষণা দেন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রাথমিক কমিটিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সার্জন প্রফেসর ডাঃ এস এম মুস্তানজিদকে আহবায়ক এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের সিনিয়র প্রফেসর ড. সেলিম তোহাকে সদস্য-সচিব করে একটি কমিটির ঘোষণা দেন।
একাত্তর র্পূবর্বতী সময়ে বাংলাদশেে যে শক্তশিালী ও স্বাধীন বুদ্ধজিীবী শ্রণেি গড়ে উঠছেলি তা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভুমিকা রেখেছিল। পরবর্তীতে দেশের বিভিন্ন ক্রান্তিকালে তারা উচ্চকিত ছিলেন। তাদের ভুমিকা অব্যাহত রাখতে হবে।
হানিফ কুষ্টিয়ার উন্নয়নে তাদেরকে গবেষণা ভিত্তিক মতামত তৈরির আহবান জানান। বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামত ও প্রয়োজনে সারপত্র তৈরিরও তিনি আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, শিল্পপতি ও আরমা গ্রæপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী, বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক এবং সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান, হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান, দেশ এ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, রানা টেক্্রটাইলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির মহাসচিব রবিউল ইসলাম, কৃতি গায়ক এসআই টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. সেলিম তোহা। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ডাঃ এস এম মুস্তানজিদ।
Leave a Reply