December 27, 2024, 7:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দুই মাস ব্যাপী চলা গ্রামীণ ফোনের “দুরন্ত ডিজিটাল ক্যাম্পেইনে” মেগা পুরস্কার জয় লাভ করেছেন হরিপুর বাজারের নদী টেলিকমের স্বত্বাধিকারী বকুল হোসেন। তিনি জিতেছেন একটি ১১০সিসির হোন্ডা মোটর সাইকেল।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে মেগা পুরস্কার হিসাবে মোটর সাইকেলটি তুলে দেন গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার মাহবুবুর রশিদ ও গ্রামীণ ফোনের জেলা পরিবেশক অজয় সুরেকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পা মাহমুদ এবং গ্রামীণ ফোনের কুষ্টিয়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ,রিটেল চ্যানেল ম্যানেজার বুলবুল আহমেদ সহ সুরেকা এন্টারপ্রাইজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply