September 27, 2025, 10:15 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন জানিয়েছে সারের কোন দাম বাড়েনি। কৃষকরা আগের দামেই সার কিনতে পারবেন। কৃষকদের প্রতি কেজি ইউরিয়া কিনতে ২৭ টাকা দিতে হবে। প্রতি কেজি ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা দরে কিনতে পারবেন কৃষকেরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ডিলার এর চেয়ে বেশি দামে সার বিক্রি করলে জেলা বা উপজেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের বিক্রয়মূল্য ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকা।
২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়েছিল কৃষি মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির কথা।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০, টিএসপি ৫০, এমওপি ৬০ টাকা। ৫ টাকা দাম বাড়ার পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা ও এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।