July 30, 2025, 8:42 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় প্রায় দেড় শত বছরের পুরোনো গাজীকালু-চম্পাবতী মেলা বসানোকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষের চলাকালে দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালীর হোগলা চাপাইগাছি বাজারে স্থানীয় জনসাধানের উদ্যোগে ‘গাজীকালু-চম্পাবতী’ মেলার আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন ধরে।
এবার মেলা আয়োজনের নিয়ন্ত্রন নেয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার থেকে বসতে থাকে স্টল।
ওদিকে, মেলায় অশ্লীল কর্মকান্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন স্থানীয় জামায়াত কর্মীরা। সাথে যোড় দেয় স্থানীয় উলামা পরিষদের নেতা-কর্মীরা।
এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছে।
তিনি বলেন, তারা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার দলের অনেকেই আহত হয়েছেন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, ঐ মেলায় ইসলাম বিরোধী কর্মকান্ড চলে। জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেলে মেলা কমিটির লোকজন হামলা করেছে।
মেলার অন্যতম একজন আয়োজক, বিএনপি সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান জানান, মেলায় ইসলাম বিরোধী কর্মকান্ড চলে এই অজুহাত তুলে জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা সাধারণ মানুষের দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে।
এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেলার মাঠে অসংখ্য ভাংচুর করা দোকান দেখতে পাওয়া যায়।
রাজবাড়ী থেকে আসা কসমেটিকস পণ্য বিক্রেতা আলমগীর ভুঁইয়া জানান, সন্ধ্যার একটু আগে কয়েক শত লোক রামদা, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। সব মালামাল লুট করে নিয়ে চরে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, প্রশাসনকে জানিয়ে মেলার আয়োজন করা হয়নি। যারা মারামারি করেছে তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঞটনায় আহতদের মধ্যে ছয়জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান। জামাত কর্মী প্রামাণিক (৭০), তুহিন হোসেন, জিহাদ হোসেন, জামাত আলী ও ইউনুস আলী।
অন্যদিকে বিএনপি সমর্থকদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, শিক্ষক টিপু সুলতান, সুকুর শেখ, শরীফ এবং আসাকুর রহমান। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply