July 2, 2025, 4:05 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে নিহত ঝিনাইদহের সাবেক এমপি আনেয়ারুল ইসলাম আনারের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কোটি টাকার গাড়ি কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে পাওয়া গেছে। ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের এ ভবনটি ঠিক কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে।
স্থানীয়দের দেয়া খবরে সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।
প্রত্যক্ষদর্শী মেহেদী জানান, মাঝেমাধ্যে গাড়িটিতে স্টার্ট দেয়া হতো। তবে কে বা কারা দিত জানা যাচ্ছে না। তিনি বলেন, এমন একটি দামি গাড়ি এখানে ছিল এটা অনেকেই জানতেন। কেউ সেভাবে মাথা ঘামাননি। কারন এ ধরনের গাড়ি শহরে রয়েছে।
স্থানীয় একটি সূত্র বলছে, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করে এখানে। এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে।
বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন।
কেযার টেকার আলমগীর ঐ জেনুইন লিফ কোম্পানির জিএম বেলাল নাম ও সিইও জাহিদ, এটুকুই বলতে পারেন। এর বেশি তিনি জানেন না বরে জানান।
জেনুইন লিফ কোম্পানি গাড়িচালক শান্ত বিষয়টি স্বীকার করেছেন। তিিিন বলেন, জেনুইন লিফ কোম্পানির জিএম বেলাল ও সিইও জাহিদ তাকে ঐ গাড়ির চাবি দিয়ে গাড়ি স্ট্যার্ট দিতে বলেন। তিনি দাবি করেন, বেলাল ও জাহিদের নিদের্শে তিনি মাঝেমধ্যে ঐ গাড়িটি স্ট্যার্ট দিয়ে থাকেন। গাড়ির মালিক কে এসব বিষয়ে তার ধারনা নেই বলে জানান। গাড়িটি কখনো চালানো হয়নি বরে তিনি জানান।
ভবনের আরেক গার্ড নাম প্রকাশ না করে জানান, ঐ সিগারেট কোম্পানির অফিসের কার্তারা এই গাড়িটি রেখেছেন বেশ কয়েক মাস আগে। গাড়িটা বাইরে বের করা হয় না সেভাবে। তবে মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। চালক শান্ত গাড়িটা স্টার্ট দেন।
এ বিষয়ে কথা বলার জন্য সাফিনা টাওয়ারের মালিক, জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। তাদের অফিসে গিয়ে কেয়ারটেকার ও দারোয়ানকে ছাড়া কাউকে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। গাড়িটি বর্তমানে মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসে রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভাড়া নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশ মাইল এলাকায় অবস্থিত ‘তারা টোবাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার।
তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। কাগজপত্রে এমপি আনারের নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয়।
গত বছরের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান তৎকালীন এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে হত্যা করা হয়েছে বলে খবর শোনা যায়। তবে এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ। পরে পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। পরে সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা।
/শুভব্রত আমান/
Leave a Reply