October 8, 2025, 6:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাবনায় জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট পদ্মা নদীতে নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ বিসিবি গঠন/সভাপতি বুলবুল, অন্যান্য পদে যারা এলেন কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা সেপ্টেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড/দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স পূজা কারনে ভারত থেকে আমদানি বন্ধ, দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া প্রশাসনে এক বছরে পদোন্নতি ১৮১৭ : পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক কুষ্টিয়া/দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় স্কুলছাত্রীর মরদেহ দলীয় কর্মকাণ্ডে অনিয়ম/কুষ্টিয়া জেলা কমিটি থেকে এনসিপির দুই নেতার পদত্যাগ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার মাদক, নকল বিড়ি ও অবৈধ জাল জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বর্ডার গার্ড বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নকল বিড়ি এবং অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ আগস্ট) ভোরে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, ৪৭ বিজিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রায় ১১ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।
ভেড়ামারায় নকল বিড়ি উদ্ধার/
গত ৩০ আগস্ট দুপুর ৩টার দিকে ভেড়ামারা উপজেলার বারমাইল হাইওয়ে রোডে বিশেষ টহল দল একটি অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে “পঞ্চগড় টু পাথরঘাটা” রুটের একটি বিআরটিসি পরিবহন তল্লাশির সময় ৫ হাজার ৬৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
একই দিনে রাত ৮টা ৪৫ মিনিটে কাজিপুর সীমান্তের ১৪৬/৪-এস পিলার সংলগ্ন বর্ডারপাড়া এলাকা থেকে বিজিবির অপর একটি টহলদল অভিযান চালায়। সুবেদার শাহাবুদ্দিন হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় ১২৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার ৮০০ টাকা।
জব্দকৃত চায়না দুয়ারি জাল এবং ভারতীয় কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা এবং ফেন্সিডিল ব্যাটালিয়ন সিজার ষ্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলছে।
দৈনিক কুষ্টিয়ার সাথে আলাপকালে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net