December 31, 2025, 7:39 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে অথবা সর্বোচ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি সদস্য আব্দুর রহমান এল মাছউদ গণমাধ্যমকে বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।” তিনি জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
এরই মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ডের জন্য চিঠি দিয়েছে ইসি। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে।
এর আগে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি তুলে ধরবেন।
কমিশন সূত্র জানায়, বুধবার অথবা বৃহস্পতিবার সিইসির রেকর্ড করা ভাষণ জাতির উদ্দেশে প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। অতীতের মতোই ভাষণ রেকর্ডের দিনেই তফসিল ঘোষণার সম্ভাবনাই বেশি।
গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে— তবে নির্দিষ্ট সময় তিনি জানাননি।
সূত্র আরও জানায়, রেকর্ডিংয়ের পরপরই ভাষণ প্রচারের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।