August 16, 2025, 2:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব ঢাকার চেয়ে কম দামে কলকাতায় ইলিশ, যাচ্ছে কোথা থেকে ? লুট হওয়া ১,৩৬৬ পুলিশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, নির্বাচনের আগে বাড়ছে শঙ্কা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/‘শিক্ষার্থীরা পরীক্ষার হলে এআই ব্যবহার করে পরীক্ষা দেয়, প্রিন্সিপাল বসে চা খায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, যুক্ত হলো ২৪ লাখ নতুন ভোটার

সংবাদ সম্মেলন/কুষ্টিয়া জেলা বিএনপিতে বিতর্কিত কোন ব্যক্তিকে স্থান দেয়া হয়নি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা বিএনপিতে বিতর্কিত কোন ব্যক্তিকে স্থান দেয়া হয়নি। যে সকল সাংগঠনিক কমিটিগুলো গঠিত হয়েছে সেটা ইতোমধ্যে নেতা-কর্মীসহ জেলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এসব কথা বলেন।
তিনি বলেন, একটি মহল পদবঞ্চিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কথায় কথায় বিএনপির নেতৃবৃন্দদেরকে দোষারোপ করে দলকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যে বক্তব্য দিচ্ছে তা যদি তারা প্রমাণ করতে না পারেন তবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, গত ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও আমাকে (প্রকৌশলী জাকির হোসেন সরকার) সদস্য সচিব করে একটি কমিটি গঠন করে সাংগঠনিক দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পাওয়ার পর আমরা আন্তরিকতার সাথে জেলাতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছি।
তিনি বলেন, ৩ মাসের মধ্যেই আমরা কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ও ৫টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করেছি এবং জেলার সকল ইউনিয়নে ও ৫টি পৌরসভার সকল ওয়ার্ডে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। এ সব কমিটিতে বিতর্কিত কোন ব্যক্তিকে স্থান দেয়া হয়নি। এ সব কারণে কুষ্টিয়াতে বিএনপি’র প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে জনস্বার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে স্বৈরাচারের আমলে বন্ধ করে দেয়া কুষ্টিয়া সুগার মিল চালুর উদ্যোগ অন্যতম। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু ও চিকিৎসা সেবার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যখন কুষ্টিয়া জেলা বিএনপি’র প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে তখন এক সময়ের বিতর্কিত কতিপয় ব্যক্তি স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে দলকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আজ বিএনপি’র আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের অতীত কর্ম আপনাদের জানা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net