August 18, 2025, 1:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব ঢাকার চেয়ে কম দামে কলকাতায় ইলিশ, যাচ্ছে কোথা থেকে ? লুট হওয়া ১,৩৬৬ পুলিশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, নির্বাচনের আগে বাড়ছে শঙ্কা

মুজিবশত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় ৪ দিনের একক চিত্র প্রর্দশনী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুজিব জন্ম শত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় শিল্পী ফারুক জামাল মুকল এর ৪ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে শুরু হয়েছে প্রদর্শণী। চলবে সোমবার পর্যন্ত।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে উদ্ধোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আ.স.ম আক্তারুজ্জামান মাসুম। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী।
সম্মিলিত সামাজিক জোটের সংগঠক এস এম শামীম রানা ও কোরবান আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বিশিষ্ট ব্যবসায়ী ও কুস্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক মীর জাহিদ, সাংস্কৃতিক সংগঠক ওয়াকিল মুজাহিদ ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র প্রমুখ।


বক্তাগণ বলেন একটি জাতির মানস গঠনে তিচ্র মিল্পেন অগ্রণী ভুমিকা রয়েছে। বিভিন্ন জাতির ইতিহাস-ঐতিহ্য নির্মাণেও শিল্প-স্ংস্কৃতি ভুমিকা রখেছে। বাঙালি জাতির বিভিন্নঅর্জনের পেছনে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের রয়েছে অসামান্য অবদান। আমাদের হাজার বছরের ঐতিহ্যের পথ ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখতে এ দেশের শিল্পীসমাজ বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন।
তারা বলেন ‘শিল্পী তার নিজস্ব চেতনা, আবেগ ও পারিপার্শ্বিকতা থেকে একটি সময়ের বা ঘটনার স্বরুপ ফুটিয়ে তোলেন তার শিল্পকর্মে। তাই দেশ-কাল-সংস্কৃতি ভেদে শিল্পীর স্বরূপ ও কর্মকান্ড ভিন্নতর হতে পারে। তবে এ শিল্পের নান্দনিকতা ও আবেদন সীমাহীন ও চিরন্তন। এর মধ্য দিয়েই ফুটে ওঠে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টি। তাই শিল্পকর্ম ও শৈল্পিক ভাবনা ব্যক্তিশিল্পীর হলেও তার সৃষ্টিশীল কর্মের ব্যাপ্তি সর্বত্র এবং তা সর্বজনীন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী ফারুক জামাল মুকুল। সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিল্পী মুকুলের জন্ম ১৯৫৫ সালে কুষ্টিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে অধ্যয়ন করেন। দেশ ও বিদেশের অনেক প্রর্দশনীতে তার চিত্রকলা স্থান পেয়েছে। প্রদর্শনীটি আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net